এই মুহূর্তে কলকাতা

আরও এক দফা বাড়ানো হলো দুয়ারে সরকার প্রকল্পের মেয়াদ।

কলকাতা , ২১ জানুয়ারি:- সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের গৃহীত দুয়ারে সরকার প্রকল্পের মেয়াদ আরও এক দফা বাড়ানো হচ্ছে। বিগত চার দফায় সারা রাজ্যে ওই প্রকল্প অভূতপূর্ব সাড়া পেয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন আগামী ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফের একদফায় এই দুয়ারে সরকার কর্মসূচি শুরু করা হবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, গত তিনটি দফায় ২ কোটি মানুষ এই দুয়ারে সরকার কর্মসূচিতে যোগ দিয়েছেন। এই সংখ্যা চার দফার পর আরও বাড়বে। সেই সাফল্যের কারণেই ওই প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে। এর ফলে আরও বেশি করে মানুষ সরকারি বিভিন্ন সুবিধা লাভের মাধ্যমে উপকৃত হবেন।

পাশাপাশি, তিনি জানান, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে শতাধিক পরিবারকে জমির ফ্রি হোল্ড পাট্টা দেওয়া হবে। সারা রাজ্যের সমস্ত উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের এই পাট্টা দেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। শুধু রাজ্য সরকারই নয়, কেন্দ্রীয় সরকারের জমিতেও যাঁরা রয়েছেন, কাউকে উচ্ছেদ করা যাবে না জমির উপরে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে একই রকমের পাট্টা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন।এছাড়াও, আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১৫ লক্ষ বিধবা ও বয়স্ক পেনশন চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে এই আবেদন জমা পড়েছিল, তা খতিয়ে দেখে দেয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও, হাওড়া পুরনিগম থেকে বালি সভাকে ফের আলাদা করার সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। রাজ্য সরকারের দাবি প্রশাসনিক কাজে সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ এই সিদ্ধান্ত একেবারেই রাজনৈতিক ও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে।