এই মুহূর্তে জেলা

মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ির মাধ্যমে রাজ্যসরকারের কাজের প্রচার শ্রীরামপুরে ,কটাক্ষ বিজেপির।

হুগলি , ১৪ জানুয়ারি:- মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ দেখা গেল হুগলি জেলার শ্রীরামপুরে।এদিন শ্রীরামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সন্তোষ সিং ঘুড়ির মধ্যে রাজ্য সরকারের উন্নয়নের কথা ছেপে সেই ঘুড়ি বিলি করলেন সাধারণ মানুষ ও বাচ্ছাদের মধ্যে। মকর সংক্রান্তির দিনে রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে সেই কথা মাথায় রেখে রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান মানুষের কাছে বেশি করে তুলে ধরতে এই অভিনব উদ্যোগ নেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সন্তোষ সিং।

তার মতে ঘুড়ির মাধ্যমে প্রচারের সুবিধা হলো ঘুড়ি আকাশে অনেক উপরে ওড়ে তাই সেটা কেটে যাওয়ার পরও অনেক দূরে মানুষের কাছে পৌঁছাবে। তাই ঘুড়ির মাধ্যমে রাজ্যের উন্নয়নমূলক কাজের কথাও অনেক মানুষের মধ্যে পৌঁছানো সম্ভব হবে ।তবে মকর সংক্রান্তির দিন প্রাক্তন কাউন্সিলরের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। আবার তৃণমূলের এই প্রচারকে কড়া ভাষায় কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা পরাগতরু মিত্র বলেন আসলে তৃণমূল বুঝে গেছে যে ভোটে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে। তাই ঘুড়ির মধ্যে প্রচার করছে। ঘুড়ি যেমন আকাশে উড়ে ভোকাট্টা হয়ে যায় তেমনি তৃণমূল এবারের ভোটে ভোকাট্টা হয়ে যাবে।