এই মুহূর্তে কলকাতা

শিশির অধিকারীর ডানা ছাঁটলো তৃণমূল।

কলকাতা , ১২ জানুয়ারি:- কাঁথির দাপুটে অধিকারী পরিবারের ডানা ছাঁটার কাজ ত্বরান্বিত করল তৃণমূল। এবার সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হলো শিশির অধিকারীকে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে কাঁথির সাংসদ ও তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশিরকে। নতুন চেয়ারম্যান করা হয়েছে অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে। শিশিরকে সরকারি পদ থেকে সরানো অধিকারী পরিবারের প্রতি তৃণমূলের কঠোর অবস্থান বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়েছেন অখিল গিরি ও ভাইস-চেয়ারম্যান হয়েছেন তরুণ জানা। এভাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা প্রশাসনিক সিদ্ধান্ত ওর বয়স হয়েছে সেভাবে কাজ করতে পারছিলেন না। কুনাল অবশ্য এও বলেন, শিশিরদার দুই পুত্র দল বিরোধী কথা বললেও তিনি জেলা সভাপতি হয়ে প্রতিবাদ করেননি। এতে তৃণমূল কর্মীরা দুঃখ পেয়েছেন। ১৮ তারিখ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। ওই সভায় জেলা সভাপতি হিসেবে শিশির অধিকারী বা খাতায়-কলমে তৃণমূল সাংসদ দিব্যেন্দু থাকেন কিনা তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।