মালদা , ১০ জানুয়ারি:- সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে এবারে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কুড়ি হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। ব্লক উন্নয়ন দপ্তরের লিখিত অভিযোগ দায়ের করলেন এক গ্রামবাসী। অভিযোগ অস্বীকার অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এর। কটাক্ষ তৃণমূলের। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত এলাকার। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গড়গড়ি এলাকার বাসিন্দা উর্মিলা ওঁরাও বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন তার কাছ থেকে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য কুড়ি হাজার টাকা নিয়েছে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে। টাকা না দিলে ঘর পাওয়া যাবে না বলে দাবি করেছিল লালু ওঁরাও নামে ওই পঞ্চায়েত সদস্য।
সেই কুড়ি হাজার টাকা ফেরতের দাবিতে ব্লক উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য লালু ওঁড়াও। তার অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জেলা বিজেপি নেতা কিষান কেডিয়া বলেন,কোথাও বিজেপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নেই। তবে কেউ টাকা নিয়ে থাকলে দলগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগকে কটাক্ষ করেছে তৃণমূল। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানিক দাস বলেন, একটা দল এখনও ক্ষমতায় আসেনি অথচ কাটমানির খেলা শুরু হয়ে গেছে। জিরো ব্যালান্স এ একাউন্ট খোলা হোক বা বিধবা ভাতা সবকিছুতেই টাকা তুলছে বিজেপি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু।