হুগলি , ৮ জানুয়ারি:- পশ্চিমবাংলায় যখন লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না বিভিন্ন জায়গায হাজার হাজার পদ শূন্য পড়ে রয়েছে তখন আমাদের সরকার ফিল্ম ফেস্টিভ্যালের মত অনুষ্ঠান করে আমোদ-প্রমোদে ব্যস্ত। আজ রিষরায় এক জনসভায় এসে এভাবে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী প্রাক্তন পুলিসকত্রী ভারতী ঘোষ। তিনি জানান পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর প্রতিনিয়ত নানা ধরনের আক্রমণ দমন-পীড়ন নেমে আসছে, তিনি জানান এই আক্রমণ যত বাড়বে তত তাড়াতাড়ি সরকারের পতন হবে। কারণ মানুষ সব দেখছে, পাপের ঘড়া যেদিন পূর্ণ হবে সেদিন এদের চলে যেতে হবে।
বিভিন্ন দল থেকে নানা নেতা নেতা নেত্রীরা তাদের দলে যোগ দেওয়ার প্রসঙ্গে বলেন প্রসঙ্গে ভারতী বলেন যে বিজেপি ভারতবর্ষের সবথেকে বৃহত্তম রাজনৈতিক দল একটা মহাসাগরের মতন, যদি কোন নদী সাগরে এসে মেসে তবে লাভ হয় নদীর। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান আমরা যেখানে যাচ্ছি মানুষ আমাদের একটা কথাই বলছে দিদি আমরা নিজেদের ভোট নিজে দিতে পারব কিনা। তিনি বলেন এই ব্যাপারটা আমাদের প্রথম প্রায়োরিটির মধ্য থাকবে। যাতে মানুষ তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বাম জমানায় এবং পরবর্তীকালে তৃণমূল সরকার আসার সময় মানুষ ভোট দিতে পারেনি এ ব্যাপারে আমাদের লড়াই জারি থাকবে।