কলকাতা , ২৫ ডিসেম্বর:- প্রশাসনিক স্তরে আইএএস রদ বদল হলো। জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব পেলেন এআর বর্ধন। পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনে কমিশনারের কাজও সামলাবেন। তিনি শ্রম দপ্তর ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। সুব্রত বিশ্বাস পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের সঙ্গে ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের দায়িত্বও পেলেন। শ্রম দপ্তরের নতুন সচিব হলেন বরুন কুমার রায়। তিনি এতদিন ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের দায়িত্বেও ছিলেন। নীলম মিনার জায়গায় সংশোধানাগার দপ্তরের প্রধান সচিব হলেন রবি ইন্দর সিং। নীলম মিনা পরিবেশ দপ্তরের বিভাগীয় সচিব হলেন।
জিটিএ–এর প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। পরিবেশ দপ্তরের প্রধান সচিব বিবেককুমারকে বনদপ্তরের দায়িত্ব দেওয়া হলো। পরিবেশ দপ্তরের দায়িত্ব পেলেন অর্ণব রায়। বনদপ্তরের প্রধান সচিব হৃদেশ মোহনকে শিল্প পুনর্গঠণ দপ্তরের দায়িত্ব দেওয়া হলো। স্বনির্ভর গোষ্ঠি দপ্তরের প্রধান সচিব রোশনি সেনকে গ্রন্থাগার দপ্তরের দায়িত্ব দেওয়া হলো। স্বনির্ভর গোষ্ঠি দপ্তরের সচিব হলেন বর্ণালি বিশ্বাস। তিনি এতদিন ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের অধিকর্তা ছিলেন।