এই মুহূর্তে জেলা

এবার পুরোহিতদের দাবি নিয়ে সরব রাজীব।


হুগলি , ১১ ডিসেম্বর:- যেসব ব্রাম্ভন পুরোহিতরা প্রতিদিন মানুষের মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সেইসব অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে হবে আমাদের, মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্রাহ্মণ পুরোহিতদের জন্য কিছু ভাতার ব্যবস্থা করেছেন কিন্ত বর্তমানে যেসব কিন্তু বর্তমানে 8000 ব্রাহ্মণরা এই ভাতা পাচ্ছেন তা তুলনায় অনেকটাই কম। আমি তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি আপনি দয়া করে এনাদের ন্যায্য দাবিদাওয়াগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করুনআজ হুগলির কামারপুকুরে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আয়োজিত এক সমাবেশে এসে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অনেক লড়াই এবং কষ্টের মাধ্যমে আপনারা সংগঠিত হয়েছেন আমি প্রথম দিন থেকেই আপনাদের সংগঠনের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

আজকের এই সমাবেশে এসে রাজ্যের অপর এক প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক বেচারাম মান্না বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সমস্ত ব্রাহ্মণ পুরোহিতদের কথা মনে রেখে একটা ভাতার বন্দোবস্ত করেছেন, ভারতবর্ষে আর কোথাও কোন সরকার তা করেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাধ অনেক কিন্তু সাধ্য খুব কম কারণ আমাদের আর্থিক সংগতি খুব একটা নেই। অন্যদিকে এলাকার বিধায়ক মানস মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আজকে আপনারা যে আন্দোলন করছেন তার পেছনে আমরা আছি যদি কোনদিন যদি কোনরকম প্রয়োজন হয় আমাদের বলবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকব। আজকের এই সমাবেশে প্রচুর মানুষ ব্রাহ্মণ এবং পুরোহিতরা অংশ নেন।