এই মুহূর্তে খেলাধুলা

বিদায় ওয়াটসন ! সমর্থকদের ধন্যবাদ জানালেন অজি তারকা

স্পোর্টস ডেস্ক , ২ নভেম্বর:- আন্তর্জাতিক ক্রিকেটকে এবার বিদায় জানালেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার হয়ে এক সময় দুরন্ত পারফর্ম করতে দেখা গিয়েছিল এই অজি অলরাউন্ডারকে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন ওয়াটসন। শুধু তাই নয়, আইপিএলের মঞ্চে ভারতীয় ক্রিকেটের আঙ্গিনায়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই অজি কিংবদন্তি। এবার আন্তর্জাতিক ও সব রকমের ক্রিকেট থেকে চেন্নাই সুপার কিংস দলের জার্সি গায়েই ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াটসন। সূত্রের খবর, তাঁর আইপিএলের এক সতীর্থ সিএসকের এক ক্রিকেটারকে তিনি বলেছেন, আমি সব ফর্ম অব ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

এবছর চেন্নাই শিবিরে থাকা কালিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সুরেশ রায়নাও। এবার চেন্নাই দল আইপিএল মরশুম শেষ করতেই ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াটসন। চেন্নাইয়ের হয়ে এবছর ১১টি ম্যাচ খেলেছিলেন ওয়াটসন।

২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ওয়াটসনের। অস্ট্রেলিয়ার হয়ে তিনি খেলেছেন ৫৯টি টেস্ট ম্যাচ। টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৭৫টি উইকেট। ব্যাট হাতে করেছেন ৩৭৩১ রান। পাশাপাশি একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ওয়াটসন খেলেছেন ১৯০টি ম্যাচ। রান করেছেন ৫৭৫৭। উইকেট পেয়েছেন ১৬৮টি। পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে ৫৮টি টি২০ ম্যাচও খেলেছেন ওয়াটসন। আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে রয়েছে ১টি শতরানও। একদিনের ক্রিকেটে করেছেন ৯টি শতরান।