কলকাতা , ৩০ অক্টোবর:- রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত চার হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৭৯ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৬৯ হাজার ৬৭১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ২৫ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে ৮৮ দশমিক ১৬ শতাংশ হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৫ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই সময়ে আরও ৫৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৮ জন করে মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৭৮৪ জন। যার মধ্যে ২ হাজার ১৯০ জন কলকাতা ও এক হাজার ৫৫৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে ৩৬ হাজার ৯৯৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৭৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪৫ লাখ ১২ হাজার ২৭০ জনের নমুনা পরীক্ষা করা হলো।