এই মুহূর্তে জেলা

আরতি কটন মিল খোলার দাবিতে হাওড়ায় শ্রমিকদের অবস্থান বিক্ষোভ।

হাওড়া, ১৯ অক্টোবর:- পুজোর আগে বকেয়া টাকা ও বোনাস সহ মিল খোলার দাবিতে মিলের গেটের সামনে প্রায় ৪ ঘন্টা অবস্থান বিক্ষোভ করলেন দাসনগরের আরতি কটন মিলের কর্মীরা। সোমবার তৃতীয়ার সকালে মিলের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা ওই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন। মিল কর্মীদের বক্তব্য, প্রায় সাত মাস ধরে এই মিল বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। বেতন না পেয়ে পুজোর সময় তীব্র আর্থিক সংকটের মধ্যে রয়েছেন মিলের প্রায় সাড়ে চারশ শ্রমিক।

অভিযোগ, ন্যাশানাল টেক্সটাইল কর্পোরেশন লিমিটেড আরতি কটন মিলকে বিক্রি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। ইউপিএ সরকারের আমলে এই মিলকে ৭০ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছিল। কিন্তু কেন্দ্রের বর্তমান সরকার এই কেন্দ্রীয় সংস্থাকে বন্ধ করে দিতে চাইছে। শ্রমিকদের দাবি, অবিলম্বে মিল খোলার পাশাপাশি শ্রমিকদের বকেয়া টাকা দিতে হবে। এদিনের অবস্থান বিক্ষোভের ব্যাপারে ওয়ার্কার ইউনিয়নের দায়িত্ব থাকা শ্যামল কর্মকার জানিয়েছেন লকডাউনের কারণে মিল বন্ধ করে দেওয়া হয়েছিল।

এরপর সবকিছু খোলা হলেও এখনও এই মিল বন্ধ আছে। মিল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও বিভিন্ন অজুহাত দেখিয়ে বন্ধ রাখা হয়েছে মিলটি। কবে মিল খোলা হবে তার আশ্বাস না পেয়ে বাধ্য হয়ে মিলের প্রায় সাড়ে চারশো কর্মী এদিন অবস্থান বিক্ষোভ দেখান। মিল কর্তৃপক্ষ মিল বন্ধ রাখলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন তিনি। এদিকে, আইএনটিটিইউসি এর হাওড়া জেলা সভাপতি অরূপেশ ভট্টাচার্য বলেন, শ্রমিক স্বার্থে অবিলম্বে মিল খুলতে হবে। শ্রমিকদের পুজোর আগে বকেয়া বেতন ও বোনাস দিতে হবে।