হাওড়া,৫ জানুয়ারি:- নাট্যপ্রেমীদের জন্য সুখবর। শনিবার থেকে হাওড়ায় শুরু হয়েছে দ্বান্দ্বিক-র নাট্যোৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এবার ২২তম দ্বান্দ্বিক নাট্যোৎসব-এর সূচনা করেন শঙ্কর সান্যাল। উপস্থিত ছিলেন দেবব্রত চট্টরাজ, প্রমথ ঠাকুর, জয়ন্ত সিংহ, তন্দ্রা বসু, শোভন বেরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতি বছরের মতো এবছরেও হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন হলে একগুচ্ছ ভিন্ন স্বাদের নাটক মঞ্চস্থ হচ্ছে। দ্বান্দ্বিক ৪৬ বছরে পদার্পণ করল। প্রয়াত নাট্যকার অচিন্ত্য চৌধুরী স্মরণে নাটকের উৎসব চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। ৪ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টায় সূচনা হয় এই নাট্যোৎসবের। মোট ৬ দিনে ৮টি নাটক মঞ্চস্থ হবে। এরমধ্যে রয়েছে ভালোলোক, অলীক, ভাইরাস, স্বপ্ন দেখার গপ্পো, ভানু সুন্দরীর পালা, দুই হুজুরের ভৃত্য, বলো দুগগা মাঈ কি, আঁধার গলি প্রমুখ। থাকছে সুশান্ত চৌধুরী স্মারক বক্তৃতা। উদ্যোক্তাদের আশা এবারও জনপ্রিয় হবে এই নাটকের উৎসব।