এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর ।


নবান্ন , ২ সেপ্টেম্বর:- রাজ্যের বকেয়া পণ্য পরিষেবা কর জিএসটি দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি দিয়েছেন। শুধু এরাজ্য না প্রত্যেক রাজ্যের যে বকেয়া জিএসটি পরিশোধ করার তিনি দাবি জানান। মুখ্যমন্ত্রী বলেন অন্যথায় দেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে না। উল্লেখ্য, শুধু এরাজ্যের মুখ্যমন্ত্রীই নয়, কেরল, তামিলনাড়ু, ছত্তিশগড়, দিল্লি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরাও এই একই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।

মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্র এখন রাজ্যের ভাঁড়ারের উপর চাপ কমাতে বাজার থেকে ধার করার পরামর্শ দিচ্ছে। কিন্তু রাজ্যের তুলনায় কেন্দ্র ধার নিলে তার সুদ কম হয় বলে দাবি করে রাজ্যগুলিকে কেন নিজে ধার নিতে বলা হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এটা বিশ্বাসঘাতকতার সামিল বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যে বিশ্বাস থেকে সব রাজ্যগুলি জিএসটিতে সায় দিয়েছিল, কেন্দ্র এখন তা ভুলে যাচ্ছে। পাঁচ বছর টানা কেন্দ্র রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেবে, এই মর্মে সর্ব সম্মতিক্রমে জি এস টি চালু হয়েছিল। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে সম্পূর্ণ অবস্থান বদলে নেওয়া হচ্ছে। এটা কোনও ভাবেই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

প্রশানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা লিখেছেন, আপনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বিজেপির পক্ষ থেকে এই জিএসটি’র বিরোধীতা করা হয়েছিল। সেই সময় অরুণ জেটলি জানিয়ে ছিলেন, কেন্দ্রকে বিশ্বাস করা যায় না। কিন্তু আজ যখন আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তখন দীর্ঘদিন ধরে আলোচনা হওয়ার পর ঐক্যমত্যে পৌঁছনো জিএসটি’র ক্ষতিপূরণ দিতে অরাজি হচ্ছেন কেন। এখন কি এই বিষয়ে কেন্দ্রকে ভরসা করা যায়? পাশাপাশি, দেশের অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপালের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, তিনি সুপ্রিম কোর্টে জানিয়েছেন রাজ্যকে সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু অর্থমন্ত্রী নিজেই জানাচ্ছেন সেটা সম্ভব নয়। পাশাপাশি, রাজ্যকে ঋণ নেওয়ার কথা বলা হচ্ছে। এভাবে কোনও কেন্দ্র-রাজ্য সম্পর্ক চলতে পারে না। এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অবিলম্বে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।