ঘাটাল , ৬ আগস্ট:- সাংসদ দেবের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা । আমার মোদীজি কে ভালো লাগে আমি মোদিজীর প্রশংসা করি ,দেশ জুড়ে ওনার যা ফ্যান ফলোয়ার আছে বা দেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন তবে এই সময় দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দেবে ‘তোমার মন্দির দরকার না করোনার ভ্যাকসিন দরকার’সে তোমাকে উত্তর দিয়ে দেবে । রাম মন্দির ইস্যুতে থেকে এভাবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরের জবাব দিলেন অভিনেতা সাংসদ দেব । এখন প্রত্যেকটা জিনিস খুব পলিটিক্যাল হয়ে যাচ্ছে ।
আমি চাই সুশান্ত সিং এর ন্যায়বিচার পাক যেটা তার পরিবার চাইছে । তার তদন্ত বসে বোম্বে পুলিশ করুক বা বিহার পুলিশ করুক বা সিবিআই করুক । সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলা সিবিআই তদন্তের প্রেক্ষিতে এই কথা বলেন দেব । পুরো দেশ জুড়ে বন্যা হচ্ছে ঘাটাল বন্যা কবলিত এলাকা । তাই ঘাটালে বন্যার আগে আমরা (প্রশাসন) কতটা প্রস্তুত আছি সেই বিষয়ে পর্যালোচনা করার জন্যই আজ আমি মেদিনীপুরে এসেছি । আমরা যদি কেন্দ্রতে থাকতাম নিশ্চয়ই অনেক আগেই ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হত বললেন দেব।