স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- আইপিএলের দিন ঘোষণার ঠিক পরেই এবার ঘোষিত হল সিপিএল এর দিন। প্রকাশিত পূর্নাঙ্গ সূচি। করোনার প্রাদুর্ভাবের কারণে এবার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে শুধু ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল সহ মোট ৩৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোর মোট দুটি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। লিগ পর্ব ও সেমিফাইনাল পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। দিনের প্রথম ম্যাচ স্থানীয় সময় সকাল দশটায় ও দ্বিতীয় ম্যাচ স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঝুঁকিমুক্ত থাকতে এবারের সিপিএলে দর্শকদের উপস্থিতি থাকছে না।
দর্শকশূন্য মাঠেই খেলতে হবে রাসেল-পোলার্ড-ব্রাভোদের। অংশগ্রহণকারী ছয় দলের খেলোয়াড়, কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে শুরু করে সবাইকে ত্রিনিদাদে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ত্রিনিদাদে পৌঁছানোর ৬ দিন ও ১৪ দিনের মাথায় দুইবার তাদের করোনা পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর। ছয়টি দলই ত্রিনিদাদের একই হোটেলে থাকবে। তবে প্রত্যেক দলই একে অন্যের চেয়ে পৃথক থাকবে। কোনো দলের কেউ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলে ঐ দলের সবাইকে আইসোলেটেড করা হবে। সেক্ষেত্রে অবশিষ্ট লীগের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কোনো নির্দিষ্ট রফাসূত্র আয়োজক কমিটির থেকে জানা যায়নি।