এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কোচবিহারে কর্মরত এক পুলিশ কনস্টেবলের।

কোচবিহার , ২৫ জুলাই:- কোচবিহারে কর্মরত এক পুলিশ কর্মীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলাজুড়ে । মৃত ওই পুলিশ কর্মীর নাম সদানন্দ সরকার(৫৬)। তার বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের আনন্দনগর পাড়ার বাসিন্দা। ওই পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় কোচবিহার জেলা পুলিশ মহল ও পরিবারে শোকের ছায়া নেমে আসে । পুলিশ সূত্রে জানা গেছে , সদানন্দ সরকার কোচবিহার পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি । গত ১৫ দিন আগে কোচবিহার থেকে তিনি ছুটি নিয়ে জলপাইগুড়িতে নিজের বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তিনি অসুস্থতা বোধ করলে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ।

শ্বাসকষ্ট সহ হার্টের সমস্যা ছিল তার । পরে বেসরকারি হাসপাতালে সদানন্দবাবুর লালার নমুনা পরীক্ষার পর গত ১৮ জুলাই রিপোর্ট করোনা পজিটিভ আসে । এরপর শুক্রবার মারা যান তিনি । এই খবর প্রকাশ্যে আসার পর শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের পুলিশ মহলে । জেলা পুলিশের তরফে সমবেদনা জানানো হয়েছে। এবিষয়ে কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন , ‘তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করছি। তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’