স্পোর্টস ডেস্ক , ২৩ জুলাই:- 2013 সালের পর থেকে নিজেদের মধ্যে কোনও সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান ৷ 2013 সালে শেষবার ভারত সফরে আসে পাকিস্তান ৷ মেন ইন ব্লুজ়-দের বিরুদ্ধে 2টি টি-20 ও 3টি ওয়ান ডে ম্যাচ খেলে পাকিস্তান ৷ দুই দল নিজেদের মধ্যে 2007-’08 সালের পর থেকে কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেনি ৷ এর আগেও দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বহু চেষ্টা করা হয়েছে। কিন্তু কাঙ্খিত ফল পাওয়া যায়নি ৷ তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ফের নিজের মতামত জানিয়ে দিলেন ৷ তাঁর কথায়, পাকিস্তান সবসময়ই দ্বিপাক্ষিক সিরিজ খেলার পক্ষপাতী ৷ এহসান মানি এটাও স্পষ্ট করেছেন যে PCB অদূর ভবিষ্যতে সিরিজ খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানাবে না ৷
প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার ওয়াকার ইউনিস দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে দ্বিপাক্ষিক সিরিজ় খেলার জন্য আবেদন করেন ৷ তিনি আরও বলেন, দুই দেশের অসংখ্য ভক্ত এই খেলা দেখার জন্য মুখিয়ে আছে ৷ একটি চ্যাট শোয়ে ওয়াকার ইউনিস বলেন, ‘‘ যদি পাকিস্তান ও ভারতের ক্রিকেট ফ্যানদের কাছে জিজ্ঞাসা করো যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় খেলা উচিত কি না ? তাতে 95 শতাংশ এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় দেখতে চাইবে ৷ এই সিরিজ়ের নাম ইমরান-কপিল সিরিজ়, স্বাধীনতা সিরিজ় যাই হোক না কেন আমি মনে করি এটা ক্রিকেট বিশ্বে অন্যতম সফল সিরিজ় হবে ৷’’