এই মুহূর্তে জেলা

আজ গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠ দর্শনের জন্য ভক্ত দর্শনার্থীরা অতিরিক্ত সময় পাবেন।

হাওড়া , ৪ জুলাই:- আজ রবিবার গুরুপূর্ণিমা উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীরা বেলুড় মঠ দর্শনের জন্য অতিরিক্ত সময় পাবেন। মঠ সূত্রে এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। সকালে ৮ টা থেকে ১১টা এবং বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আজ বেলুড় মঠ দর্শন করা যাবে। তবে পূর্ব নির্দেশিকা মোতাবেক এদিনও প্রেসিডেন্ট মহারাজের দর্শন বা প্রণাম বন্ধ থাকছে। পাশাপাশি, সোমবার থেকে ফের পূর্বের নির্দেশিকা মতোই সকাল ৯টা থেকে ১১ টা ও বিকেলে ৪টা থেকে ৬টা, দুই ঘন্টা করে খোলা থাকবে বেলুড় মঠ।