নবান্ন , হাওড়া , ২৯ জুন:- করোনা মহামারীর বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের সম্মান জানাতে রাজ্য সরকার ১লা জুলাই চিকিৎসক দিবসে সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন গোটা দেশে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন প্রতিবছর চিকিৎসক দিবসে রাজ্য সরকার বিশিষ্ট চিকিৎসকদের সম্মানিত করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হচ্ছে। তার বদলে ওই দিন ছুটি ঘোষণা করে করোনা যোদ্ধাদের অবদানকে সম্মান জানানো হবে। ওই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন। অন্য রাজ্যগুলি কেউ এই বিষয়ে এগিয়ে আসতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বাড়িতে বসে রাজ্যের মানুষ যাতে স্বাস্থ্যপরিসেবা পান তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার টেলিমেডিসিন পরিষেবা শুরু করছে বলে মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন। বুধবার চিকিৎসক দিবসের দিন দুপুর ১২ টা থেকে আনুষ্ঠানিকভাবে ওই পরিষেবা শুরু করা হবে বলে তিনি ঘোষণা করেন। ক্রমান্বয়ে কলকাতাসহ প্রতিটি জেলার জন্য ওই পরিষেবা শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
গত ২৪ ঘন্টায় মৃত্যুর ঘটনা না ঘটলেও রাজ্যে আরও ৪৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত -মুখ্যসচিব।
নবান্ন,হাওড়া,২৭ এপ্রিল:- গত ২৪ ঘন্টায় মৃত্যুর ঘটনা না ঘটলেও রাজ্যে আরও ৪৩ জন নতুন করে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে অধিকাংশই হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বাসিন্দা। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫০৪ জন এই রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে সাংবাদিকদের বলেন এখনো পর্যন্ত ১০৯ […]
বাড়িতে বসে হোক উচ্চমাধ্যমিক , নিদান বিশেষজ্ঞ কমিটির।
কলকাতা , ৪ জুন:- করোনা আবহে রাজ্য সরকারের দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কীভাবে হতে পারে, তা নিয়ে রিপোর্ট জমা দিল ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি। বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রেখে কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আজ সন্ধ্যায় শিক্ষা দপ্তরে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়েছে। ছয় সদস্যের কমিটি […]
ক্লাবে এসে মোহনবাগান রত্ন পেয়ে আবেগে ভাসলেন পলাশ নন্দী।
স্পোর্টস ডেস্ক, ৩০ জুলাই:- সপ্তাহ দুয়েক আগে ঘোষণা হয়েছিল চলতি বছর দুই ‘মোহনবাগান রত্ন’ প্রাপকের নাম । সম্মান পেয়ে আবেগে ভেসেছিলেন ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক গুরবক্স সিং । অন্যদিকে ক্লাবের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক পলাশ নন্দী সম্মান পেয়ে আপ্লুত হলেও , আক্ষেপ করেছিলেন ক্লাবে গিয়ে সম্মান নিতে পারবেন না জেনে । করোনা […]