হুগলি, ৮ ডিসেম্বর:- চন্দননগরে নির্মাণ কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা শ্রমিক। মৃতার নাম শ্যামলী বাগ (৪৫)। বাড়ি চন্দননগরের কুণ্ডুঘাট এলাকায়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পাদ্রীপাড়া বেলতলায়, যেখানে একটি পাঁচতলা আবাসনের নির্মাণকাজ চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া বেঁধে শ্যামলী বাগ পাঁচতলায় প্লাস্টারের কাজ করছিলেন। সেই সময়ই তিনি হঠাৎ উপর থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই বহুতল নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবী, প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকদের কাজে লাগানো হলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে।









