হুগলি, ৬ নভেম্বর:- হুগলি সিঙ্গুর থানার দেওয়ান ভেরী গ্রামের সমীর পাঁজার বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং নিতে গিয়ে অস্বাভাবিকতার লক্ষ্য করেন ডব্লিউবিএসইডিসিএল এর কর্মিরা।ঘটনার তদন্তে যান আধিকারীক। বুঝতে পারেন ডিজিটাল মিটারে কিছু কার সাজি করা হয়েছে। যার ফলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তার থেকে অনেক কম বিদ্যুৎ মিটারে উঠছে।ছয় মাস ধরে এই জিনিস চলছিল। এরপরই গত ১৫ অক্টোবর সিঙ্গুর বিদ্যুৎ দপ্তরের আধিকারীক অনুপ দে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন। আজ সন্ধায় সিঙ্গুর থানায় হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় জানান, ঘটনার তদন্তে নেমে সমীর পাজাকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই চক্রে আরো দুজন রয়েছে।
একজন জাঙ্গিপাড়া রশিদপুরের জানকি দে আরেকজন উত্তর ২৪ পরগনা জগদ্দল এর মনোজ ঘোষাল। মূলত যে সার্কিট এর মাধ্যমে মিটারে বিদ্যুৎ খরচের জানা যায় সেই সার্কিটেই কারসাজি করে এই বিদ্যুৎ চুরি চলত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। জানকি এই চক্রে মিডিল ম্যান সে মনোজকে ভাড়া করেছিল ১৫ হাজার টাকার বিনিময়ে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ধৃত তিনজনকে চার দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কেউ যুক্ত আছে কিনা আরো অন্য কোথাও এই ধরনের বিদ্যুৎ চুরি করেছে কিনা এগুলো জানার চেষ্টা চলছে।









