এই মুহূর্তে জেলা

নির্বাচন কমিশনের নির্দেশে হুগলিতে একাধিক এলাকায় ঘুরছেন বিএলও রা।

হুগলি, ৪ নভেম্বর:- নির্বাচন কমিশনের নির্দেশ মত ৪ঠা নভেম্বর থেকে বাংলায় শুরু হলো এস আই আর। মঙ্গলবার সিঙ্গুরের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়া শান্তি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছলেন বুথ লেভেল অফিসার বা বি এল ও। সঙ্গে রয়েছে বুথ লেভেল এজেন্ট বা বি এল এ। এনুমারেশন ফর্ম নিয়ে সিঙ্গুরের দু’নম্বর পঞ্চায়েত এলাকার একাধিক বাড়িতে ঘুরছেন বিএলওরা। বি এল ও তপন কুমার মাঝি বলেন, বাড়ি বাড়ি যাচ্ছি এবং এনুমারেশান ফর্ম দেওয়া হচ্ছে। ফর্ম কিভাবে ফিলাপ করতে হবে সেগুলো বুঝিয়ে দেয়া হচ্ছে মানুষকে।ছবি, এপিক নম্বর, পার্ট নম্বর ইত্যাদি দিতে হবে।

এবং কোন অসুবিধা হলে আমার ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। ভালোই সাড়া পাওয়া যাচ্ছে মানুষ এটায় খুব আগ্রহী।পাশের বাড়ি থেকে অনেকে এসে দেখছেন। ভয়ের কোন কারণ নেই। সিঙ্গুরের DBO ও AERO সৌভিক ঘোষাল বলেন, চৌঠা নভেম্বর থেকে এস আই আর প্রক্রিয়া শুরু হয়েছে। সিঙ্গুর বিধানসভা এলাকায় ২৮০ জন BLO রয়েছে, তারা কাজ শুরু করেছে। আজ সারাদিনই চলবে এবং আগামী এক মাস ধরে এই কাজ চলবে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেয়া হবে এবং সেগুলোকে সংগ্রহ করা হবে। নির্বাচন কমিশন মনে করলে কিছুটা সময় বাড়াবে।