হুগলি, ৫ অক্টোবর:- ভারতের শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছিল ২০১৬ সালের এসএসসি প্যানেল। প্যানেল বাতিলের পরবর্তী শিক্ষক আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা অন্যতম মুখ, হুগলির সুমন বিশ্বাস। আজ তারই হুগলির কানাগরের বাড়িতে উপস্থিত প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, কংগ্রেসের হুগলি ১এর সভাপতি সুব্রত মুখার্জি, সাধারণ সম্পাদক সমীর দে এবং প্রশান্ত বিশ্বাস। তারা এসে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের সাথে সুমনের ফোনে কথা বলান। সুমন জানান, কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সাক্ষাৎকার চেয়ে তিনি আবেদন জানিয়েছেন।
পাশাপাশি তার দাবি, সংবিধান রক্ষার স্বার্থে সংসদীয় কমিটি গঠন করে সংসদে বিল আনা হোক এবং যোগ্যদের যেনতেন প্রকারে চাকরি ফেরানো হোক, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাহস দিতেই আজ সুমনের বাড়িতে আসা – এমনই দাবি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জীর।