এই মুহূর্তে জেলা

আসছে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স, বসছে সিটি স্ক্যান মেশিন, মাতৃসদনকে ঢেলে সাজাতে উদ্যোগী রিষড়া পুরসভা

হুগলি, ২৫ আগস্ট:- সারা রাজ্যজুড়ে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। সোমবার রিষড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের লাহাঘাট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এদিনের ক্যাম্পে প্রচুর মানুষ এসে তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা উপস্থিত আধিকারিকদের কাছে এসে লিপিবদ্ধ করেন। কোথাও জলের সমস্যা, কোথাও রাস্তার সমস্যা, কোথাও স্বাস্থ্য পরিষেবার সমস্যা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে হাজির হয়েছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে।

রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা এ রাজ্যের মানুষের উন্নয়নকল্পে তাদের পাশে থাকেন, বিভিন্ন সমস্যার কথা তিনি সরাসরি মানুষের কাছে জানতে চান, তেমনি একটি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্টুডেন্ট স্কলারশিপ, এর মতন প্রকল্পের সুবিধা এর রাজ্যের ন’কোটি মানুষ পাচ্ছেন। আমাদের রিষড়া পৌরসভাতেও রাজ্য সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয়েছে।

বাম আমলে এখানকার মাতৃসদনটি ভগ্ন অবস্থায় পড়েছিল আজকে সেটি একটি ঝাঁ চকচকে পাঁচতলার স্বাস্থ্য কেন্দ্রের রূপ দেওয়া হয়েছে। যেকোনো বড় নার্সিংহোমকেও হার মানায়। এছাড়াও দীর্ঘদিন পড়ে থাকা পশ্চিম রেলপারের সেবা সদন হাসপাতালটি আমুল সংস্কার করে আধুনিক হাসপাতালের রূপ দেওয়া হচ্ছে। যার কাজ ইতিমধ্য শুরু হয়ে গেছে। আমাদের পৌর এলাকার রাস্তাঘাট জলের ব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়েছে। তিন নম্বর রেলগেট যেটা পূর্ব এবং পশ্চিম রেলপার সংযোগ সংযোগ ঘটায় তার আন্ডার পাশের কাজ শুরু হয়ে গেছে।

এছাড়াও খেলাধুলার উন্নতিকল্পে স্থানীয় লেলিন মাঠটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, যা আমাদের জেলার অন্যতম সেরা ফুটবল এবং ক্রিকেট মাঠ হিসেবে পরিগণিত হবে। দীর্ঘদিন রবীন্দ্র ভবনটি ভগ্ন অবস্থায় পড়েছিল আমাদের তৃণমূল বোর্ড আসার পর এখানকার সংস্কৃতি প্রেমী মানুষদের কথা চিন্তা করে একটি অনিন্দ্য সুন্দর প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছে। এলাকার মানুষের একটা গর্বের বিষয়।

সব মিলিয়ে আমাদের রাজ্যের তৃণমূল সরকার যেভাবে মানুষের পাশে সদা সর্বদা রয়েছে। সারা দেশের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর পিতা তাপস সারখেল,মনোজ সাউ, পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার সুনিতি গুছাইত, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানষ চক্রবর্তী, নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলি সহ অন্যান্য আধিকারিকেরা।