হুগলি, ১৪ আগস্ট:- কোন্নগরে ঘটা সম্প্রতি গুন্ডারাজ এর ঘটনায় পুলিশ ইতিমধ্যে কোন্নগর থেকে গ্রেপ্তার করেছে দুই কুখ্যাত দুষ্কৃতীকে। এই ঘটনার পরেই শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন কোন্নগরে একটি রক্তদান শিবিরে সেখানে এসে আগে বলতে শোনা গেল গুন্ডারাজ কোনোমতেই বরদাস্ত করবেন না তিনি। কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ। এই বিষয়ে সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিষয়ে কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, দিন দশ পনেরো দেখছি কোন্নগরে অ্যান্টি সোশ্যালদের বেশ বাড়াবাড়ি হয়েছে।
এই বিষয়ে তিনি পুলিশ কমিশনারকে নিজে বলেছেন এই ধরনের গুন্ডাগিরি রাত যেন বন্ধ হয়। সিপিএম আর বিজেপির সেটিং এ সব মস্তানগুলো এখানে মাথা তুলছে। কোন ধরনের গুন্ডা রাজ মোটেই বরদাস্ত করবেন না তিনি। প্রাক স্বাধীনতা দিবস রক্তদান শিবির থেকে বেরিয়ে কোন্নগরের আইনশৃঙ্খলা নিয়ে কোন্নগর ফাঁড়ির দায়িত্ব থাকা ভারপ্রাপ্ত আধিকারিককে ধমক সাংসদ কল্যাণ ব্যানার্জীর। কেন দিন দিন অপরাধ বাড়ছে সেই প্রশ্নও করেন কল্যাণ ব্যানার্জির। অবিলম্বে নজরদারি বাড়াতে নির্দেশ দেন তিনি।