কলকাতা, ২২ জুলাই:- এই ঘূর্ণিঝড় উইফা আগামী ২৪ এবং ২৫ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী দিনে এই উইফা হাত ধরে নিম্নচাপের আগমন করতে পারে এবং সেটি গভীর নিম্নচাপেও পরিণত হওয়া সম্ভাবনা রয়েছে যার ফল ভোগ করবে সমগ্র দক্ষিণবঙ্গ এছাড়াও উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও কলকাতা ও তার তৎ সংলগ্ন অঞ্চল গুলিতে বন্যা সৃষ্টি সম্ভাবনা রয়েছে।
