হুগলি, ১০ জুলাই:- স্কুলের ছাদ ভেঙে পড়ল হুড়মুড় করে, বরাত জোরে রক্ষা পেলো পড়ুয়ারা। ঘটনা বলাগড়ের নিশ্চিত পুর জুনিয়ার বেসিক স্কুলের। স্বাধীনতার আগে তৈরী হয়িছিল স্কুল। যত্নের অভাবে স্বাস্থ্য খারাপ হয়েছে। সংস্কার হয়না অনেক দিন।শিক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গায়। বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিশ্চিতপুর স্কুলের এদিন ছাদ ভাঙার খবর পেয়ে গিয়েছিলেন বলাগড় বিডিও শিক্ষা দপ্তরের এস আই।অভিভাবকরা রীতিমতো ক্ষুব্ধ।কি নিরাপত্তায় তারা বাচ্চাদের স্কুলে পাঠাবেন। স্কুলের প্রধান শিক্ষক জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় জল পরছিল। তাই ওই ঘরে কোন ক্লাস নেওয়া হচ্ছিল না। আজ স্কুল খোলার পরই হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে। সমস্ত দপ্তরে আগে থেকেই জানানো ছিল স্কুলের বেহাল দশা।প্রশাসনের পক্ষ থেকে আস্বস্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হবে।
