হুগলি, ২৭ জুন:- চন্দননগরে আজ অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা। ভোর থেকে লক্ষীগঞ্জ বাজার চত্বর এবং রথতলা এলাকায় শুরু হয় পূজা-আচ্চা। সকাল ৮টায় বহু ভক্তের অংশগ্রহণে রথের প্রথম টান দেওয়া হয়। এরপর দুপুর ৩টা থেকে তালডাঙ্গা অভিমুখে শোভাযাত্রা ও শ্রীহরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা চন্দননগর। রথযাত্রার এই সুদীর্ঘ ঐতিহ্য শুরু হয় আনুমানিক ১৭৭৬ খ্রিস্টাব্দে, মহাত্মা যাদবেন্দু ঘোষ মহাশয়ের হাত ধরে। তাঁরই বাড়ির সংলগ্ন প্রাচীন নিমগাছের কাঠ দিয়ে নির্মিত হয়েছিল প্রথম রথ। পরবর্তীতে ১৯৬২ সালে, আগের কাঠের রথ জীর্ণ হয়ে পড়লে গোন্দলপাড়া জুট মিল, লক্ষীগঞ্জ রথ পরিচালন সমিতি এবং মেসার্স ব্রেথওয়েট অ্যান্ড কোং লিমিটেডের সহযোগিতায় ৬০ টনের একটি লৌহ রথ নির্মিত হয়।
চারতলা বিশিষ্ট এই রথে রয়েছে ১৪টি চাকা, প্রতিটির ওজন এক টন। রথের কারুকার্য মনোমুগ্ধকর—একতলায় চার নারী মূর্তি, দ্বিতীয় তলায় সারথিসহ দুটি সাদা ঘোড়া, তৃতীয় তলায় চার দিকপাল (ইন্দ্র, বরুণ, কুবের, যমরাজ), এবং চতুর্থ তলায় অবস্থান করেন শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। চন্দননগরের এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ঐতিহ্য, সংস্কৃতি এবং ভক্তির এক অপরূপ নিদর্শন। ঢাক-ঢোল, কীর্তনের সঙ্গে হাজারো মানুষের অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শতাব্দীপ্রাচীন এই উৎসব আজও চন্দননগরের গর্ব।