এই মুহূর্তে জেলা

ফের কুমিরের দেখা মিলল চুঁচুড়ায়।

হুগলি, ১৫ জুন:- কয়েক দিন আগেই বাঁশবেবেরিয়ায় ঈশ্বর গুপ্ত সেতুর নিচে কুমির দেখা গিয়েছিল। যার পরেই বাঁশবেড়িয়া ও চুঁচুড়ায় সতর্কতা হিসেবে গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। কিন্তু কুমিরের আর দেখা মেলেনি। রবিবার সকালে ফের সেই কুমিরের দেখা মিলল বলে দাবি চুঁচুড়ার ২৮ নম্বর ওয়ার্ডের ভগবতী লেন সংলগ্ন এলাকার বাসিন্দারা। এদিন সকালে স্থানীয় এক মাঝি কুমিরটিকে জ্বর থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যেতে দেখেন।

তারপরে এলাকায় হই হই রব ওঠে। স্থানীয়দের দাবি বাঁশবেড়িয়ায় দেখতে পাওয়া সেই কুমিরটি চুঁচুড়ায় চলে এসেছে। সকালের পর শেষ সাড়ে এগারোটা নাগাদ চুঁচুড়া ও চন্দননগরের মাঝামাঝি জায়গায় গঙ্গার মাঝ বরাবর কুমিরটিকে দেখা যায়। চুঁচুড়া কয়েকজন মানুষ নৌকায় চেপে যাওয়ার সময় কুমিরটির ভিডিও করেন।