এই মুহূর্তে জেলা

গরমে রক্তের সংকট মেটাতে কয়েক দিনের তফাতে শিবিরের ভাবনা হুগলি স্বাস্থ্য দপ্তরের।

হুগলি, ৮ মে:- হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারীক থেকে জেলার স্বাস্থ্য কর্তা ও কর্মিরা। আজ চুঁচুড়ায় ডেপুটি সিএমওএইচ দপ্তরে আয়োজন করা হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সিএমওএইচ মৃগাঙ্ক মৌলি কর,ডেপুটি সিএমওএইচ-২ দেবযানী বসু। সিএমওএইচ বলেন,মানুষ রক্ত নিতে আসে দিতে আসে না।

সচেতনতার অভাব থাকায় গ্রীষ্ম কালে রক্তের সংকট দেখা দেয়। আমরা ঠিক করেছি। এবার ধাপে ধাপে শিবির করব।আজ জেলা স্বাস্থ্য দপ্তরে শুরু হল। এরপর মহকুমা ও ব্লক স্তরে হবে। দেবযানী বসু বলেন,আমরা গতবারেও করেছিলাম। গরমকালে রক্তের যোগান ঠিক রাখতে এই উদ্যোগ। সব হাসপাতালকে বলা আছে যাতে এধরনের শিবির করে যে সংকট আছে সেটা দূর করা যায়।