এই মুহূর্তে জেলা

শীতলা পুজোয় জয় শ্রীরাম স্লোগান, গ্রামবাসীদের প্রতিবাদের মুখে বিজেপি

হুগলি, ২৯ এপ্রিল:- শীতলা পুজোয় জয় শ্রীরাম স্লোগান তোলার অভিযোগে উত্তেজনা ছড়াল হুগলির বেনাভারুইয়ে। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে প্রায় হাতাহাতি হওয়ার জোগাড় হল গ্রামবাসীর একাংশের। পরে অবশ্য বিজেপির নেতা কর্মীরা গ্রাম ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুজো কমিটির সদস্যরা। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে হুগলির কোদালিয়া ২ পঞ্চায়েতের বেনাভারুই গ্রামে শীতলা পুজো উপলক্ষে যান বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ।

সঙ্গে ছিলেন তাদের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সুরেশ সাউরা। ওই মন্দিরে পুজো দেওয়ার পর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। খোশ মেজাজে অনেকের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে কয়েকজন রুদ্রনীল গো ব্যাক এবং জয় শীতল মাতা ও জয় বাংলা স্লোগান ওঠে। এরপরেই বিজেপি নেতৃত্বরা সেদিকে এগিয়ে এগিয়ে জয় শীতলা মাতা স্লোগান শুরু করেন। সঙ্গে দুপক্ষের মধ্যে গরম বার্তালাপ চলতে থাকে।

অবশেষে পুজো কমিটির কয়েকজনের হস্তক্ষেপে বিজেপি নেতা কর্মীরা এলাকা ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। রুদ্রনীল এ বিষয়ে মন্তব্য না করলেও দীপাঞ্জন সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর। তিনি বলেন তৃণমূল এভাবেই সব জায়গায় বিজেপিকে বাধা দিতে চাইছে। অন্যদিকে এই অঞ্চলের তৃণমূল নেতা অসীম মাজি শীতলা মন্দিরে জয় শ্রীরাম স্লোগান তোলায় বিজেপিকে এক হাত নেন। যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোন জোকসাজস নেই বলেই দাবি করেন অসীম।