হুগলি, ১৪ এপ্রিল:- রবিবার গভীর রাতে বাড়ির কাছেই ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়ে গেলেন এক যুবক। হুগলি স্টেশনের কাছে লোহারপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম সঞ্জয় রাজবংশী (২৭)। পরিবার সূত্রে খবর, ২০১৯ সালে হুগলি স্টেশনের কাছে এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে জেলে ছিলেন সঞ্জয়। গত বছর দূর্গাপুজোর পরে জামিনে ছাড়া পান। এরপর থেকে উত্তরপ্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতেই থাকছিলেন। মাঝে দু-একবার বাড়িতে আসেন। দোলের পরে এসে আর যাননি। এখানে টোটো চালাতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার টোটো নিয়ে বের হননি সঞ্জয়। সন্ধ্যায় হুগলি স্টেশনের কাছে এক হনুমান পুজোয় খিচুড়ি ভোগ খাওয়ানোর অনুষ্ঠানেই ছিলেন।
রাত সাড়ে ১২ টা নাগাদ কোনও এক ব্যক্তি দরজায় টোকা দিয়ে সঞ্জয় রাস্তায় পড়ে আছেন বলে জানিয়ে যান। যদিও দরজা খুলতে ওই ব্যক্তির দেখা মেলেনি বলেই দাবি পরিবারের। ঘর থেকে বেরিয়েই রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় সঞ্জয়ের দেহ দেখতে পান পরিবারের লোকেরা। তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে এলাকার দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।