হুগলি, ১১ এপ্রিল:- কর্মসূচি অনুযায়ী হুগলি জেলা শিক্ষা ভবনে (ডিআই অফিস) তালা ঝুলিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা। বুধবার বেলা ১২ নাগাদ হুগলি স্টেশনে থেকে মিছিল শুরু করেন জেলার কয়েকশো চাকরিহারা। মিছিল হুগলি মোড়ে এসে জিটি রোড অবরোধ করে। মিনিট দশেক অবরোধ চলার পরে ফের ডিআই অফিসের দিকে রওনা দেন চাকরিহারারা।
দুপুরে সেখানে পৌঁছেই অফিসে তালা ঝুলিয়ে দেন। চলে চোর-চোর স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাঁদের মত যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এ ব্যাপারে লিখিত আশ্বাস না মেলা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই জানান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে।