এই মুহূর্তে জেলা

রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে পুরপ্রধান।

হুগলি, ৫ এপ্রিল:- রিষড়া পুরসভার উদ্যোগে এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে উদ্বোধন করা হলো নতুন একটি উপস্বাস্থ্য কেন্দ্রে কেন্দ্রের। ১৭ নম্বর ওয়ার্ডের পুর সদস্য ঝুম্পা দাস সরকারের উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করলেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপ-পুর প্রধান জাহিদ হাসান খান, এছাড়াও উপস্থিত ছিলেন পুর সদস্য মনোজ গোস্বামী প্রাক্তন পুর সদস্য শুভজিৎ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ব্যাপারে বলতে গিয়ে পুর প্রধান বিজয় সাগর মিশ্র জানান এ রাজ্যে মা মাটি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাই আমল পরিবর্তন ঘটে গেছে, প্রত্যন্ত প্রচুর স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে তার সুযোগ পাচ্ছেন সাধারণ গরিব মানুষেরা।

আমাদের এই পুর এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকল্পে পুরসভা পরিচালিত মাতৃ সদনটি আধুনিক চিকিৎসা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে, মডুলার অপারেশন থিয়েটার হয়েছে, ন্যায্য দামে ওষুধের দোকান করা হয়েছে, এছাড়াও খুব শীগ্রই এখানে একটি আধুনিক স্ক্যান মেশিন আনা হচ্ছে,এর সঙ্গে সঙ্গে রিষড়ার পশ্চিম রেলপারে সেবা সদনটির আধুনিক রুপ দেয়া হয়েছে থেকে এলাকার মানুষেরা পরিষেবা পাবেন। এ দিনের এই অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে এলাকার পুর সদস্য ঝুম্পা দাস সরকার জানান এই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন হওয়ায় আমাদের এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটবে এবং এখান থেকে মানুষেরা চিকিৎসার সুযোগ পাবে।