এই মুহূর্তে জেলা

ব্যান্ডেলে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ বিজেপির কর্মসূচীতে বিহার থিম।

হুগলি, ৩১ মার্চ:- হুগলী সাংগঠনিক বিজেপি ও বিজেপির ব্যান্ডেল মণ্ডলের উদ্যোগে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন হিন্দিভাষী এলাকায় ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির অন্তর্গত বিহার থিম উদযাপন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। রাজ্য বিজেপির সম্পাদকমণ্ডলীর সদস্য দীপাঞ্জন গুহ বলেন, আমরা প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ভাবধারাকে তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করি। এবার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য, পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিহারের ঐতিহ্যকে উদযাপন করছি। বিহারের জনপ্রিয় খাবার লিট্টি-চোখা বিতরণের মাধ্যমে তাদের সাংস্কৃতিক সমৃদ্ধি ও ঐতিহ্যকে সম্মান জানানো হচ্ছে। আগামী দিনে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

বহু বিহারবাসী কর্মসূত্রে পশ্চিমবঙ্গে অস্থায়ীভাবে বসবাস করছেন, যাঁরা শীঘ্রই নিজ রাজ্যে ফিরে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। বিজেপি হিন্দি বলয় এলাকায় ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় হিন্দি নববর্ষ ও নবরাত্রির প্রথম দিনে রামের রাজ্যাভিষেকের পূর্ণ তিথি উপলক্ষে এই বিহার উৎসবের আয়োজন করেছে। বিহারের ঐতিহ্যবাহী খাবার লিট্টি-চোখা বিতরণ, বিহারের সংস্কৃতি ও ভাবধারার প্রচার, হিন্দিভাষী মানুষের সঙ্গে মতবিনিময় হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলী সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জী, রাজ্য বিজেপির সহ-সভাপতি ও উৎসবের কনভেনর সঞ্জয় সিং, প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ।