এই মুহূর্তে জেলা

ভাগাড়ে ধসে ক্ষতিগ্রস্তদের আপাতত থাকার জন্য বিকল্প ব্যবস্থা, আনা হয়েছে কন্টেইনার।

হাওড়া, ৩০ মার্চ:- হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ের ধসে ক্ষতিগ্রস্তদের আপাতত থাকার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কয়েকদিন আগেই আনা হয়েছে কন্টেইনার। সেগুলোকেই ঘরের উপযোগী করে গড়ে তুলতে চলছে কাজ। তাতেই বসবাসের উপযোগী করে জানলা, দরজা লাগানো হয়েছে। আলো এবং পাখাও লাগানো হবে। খিদিরপুর থেকে ট্রেলারে করে সাতটি লোহার কন্টেইনার নিয়ে আসা হয় গত মঙ্গলবার রাতে।

সেগুলো বসবাসের যোগ্য করে তোলার কাজ অনেকটাই শেষ হয়েছে। সেই কন্টেনার কেটে জানালা, দরজা, বৈদ্যুতিক লাইট এবং পাখা লাগিয়ে বসবাসের উপযোগী করা হচ্ছে। জানা গেছে, কন্টেইনারে ৮টা করে জানলা এবং দুটো দরজা করা হয়েছে। ২০০ স্কোয়ার ফুট এই কন্টেইনারে ১২ থেকে ১৫ জন থাকতে পারবেন।