এই মুহূর্তে জেলা

বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত গৃহহীন বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের বৈঠক

হাওড়া, ২৫ মার্চ:- মঙ্গলবার দুপুরে পুলিশ ও জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে গৃহহীন বাসিন্দাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয় ধসের কারণে ক্ষতিগ্রস্তদের বাড়ি সারিয়ে দেওয়া হবে। যাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাদের ১৫ দিনের জন্য অন্যত্র নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য বলা হয়। ওই সময়ের মধ্যে বাড়িগুলি মেরামত করে দেওয়া হবে। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার বলেন, বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি এবং রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক, হাওড়া সদরের এসডিও সহ পুলিশ কর্তারা।

বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের কিভাবে সাহায্য করা যায় তারজন্যই এদিন এই বৈঠক ডাকা হয়। বাসিন্দারা খোলামেলা তাঁদের কথা বলেন। অতিরিক্ত জেলাশাসক বলেন, ঘর সারিয়ে দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সরে যাওয়ার কথা বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে তাঁদের ঘর সারিয়ে দেওয়া হবে। এছাড়াও মাটি পরীক্ষা এবং নিকাশি নালার কাজ যাতে শেষ করা যায় তার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বৈঠকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাকাপাকি থাকার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। এদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, সরকার যদি ওই জায়গাতেই তাঁদের থাকার ব্যবস্থা করে দেয় তাতেই তারা খুশি। তাঁরা চাইছেন দ্রুত তাঁদের ঘর সারিয়ে দেওয়া হোক।