এই মুহূর্তে জেলা

প্রতীক্ষারত সাধারণ মানুষদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হলো।

হুগলি, ২৪ মার্চ:- গতকাল একটি সুরম্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে হুগলী জেলার শ্রীরামপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এখানে আগত প্রতীক্ষারত সাধারণ মানুষদের জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হলো। এই মানবিক প্রচেষ্টায় স্থানীয় সরকারি আধিকারিকদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। উক্ত কোম্পানির রিষড়া শাখার পক্ষ থেকে এই প্রতীক্ষালয়টি প্রস্তুত করার জন্য যাবতীয় উপকরণের ব্যয়ভার বহন করে সাহায্য করা হয়েছে। কোম্পানির সি এস আর প্রজেক্টের মধ্যে, যেখানে রয়েছে সর্বসাধারণের জন্য, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য বাতানুকূল পরিবেশে বসার ব্যবস্থা এবং শীতল পানীয় জলের সরবরাহ। আসন্ন গ্রীষ্মকালে দাবদাহের কথা মাথায় রেখে শ্রীরামপুর- উত্তরপাড়া ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং বার্জার পেইন্টস ইন্ডিয়ার এই কর্মযজ্ঞ সত্যিই কৃতিত্বের দাবি রাখে।

গতকাল এই প্রতিক্ষালয়ের উদ্বোধন করেন শ্রীরামপুর- উত্তরপাড়া বিডিও অফিসের মুখ্য আধিকারিক মাননীয় শ্রী শান্তনু সিংহ ঠাকুর মহাশয়, চাঁপদানি বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুঁই মহাশয় এবং জেলাপরিষদের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা, সাথে বার্জার পেইন্টসের তরফ থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন ওনাদের রিষড়া শাখার ফ্যাক্টরি হেড শ্রী সুব্রত বাগ মহাশয় এবং অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানে মাননীয় বিধায়ক শ্রী শান্তনু সিংহ ঠাকুর মহাশয় এবং বিধায়ক শ্রী অরবিন্দ গুহ মহাশয় ওনাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বার্তার মধ্য দিয়ে, আশা প্রকাশ করেছেন এই যৌথ সহযোগিতার মাধ্যমে হুগলী জেলার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চল থেকে এখানে আগত মানুষরা অনেক উপকৃত হবেন এবং বার্জার পেইন্টসের এই উদ্যোগী সহযোগিতাকে সাহায্য জানাই।