হুগলি, ৭ মার্চ:- বরাবরের মতো এবছরও প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অভিভাবকদের সুবিধার্থে নানাবিধ সুবন্দোবস্ত করেছেন। ইতিমধ্য গরম শুরু হয়ে গেছে এই গরমের হাত থেকে বাঁচাতে তাদের সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন সংলগ্ন শেওড়াফুলি ক্লাবের বিভিন্ন কক্ষ খুলে দেয়া হয়েছে।
তাদের জন্য নিয়মিত পানীয় জল, চায়ের ব্যাবস্থা করা হয়েছে। এ ব্যাপারে বলতে গিয়ে অভিভাবকরা জানান যে এই ওয়ার্ডের যিনি দায়িত্বে রয়েছেন সেই সুবীর ঘোষ বরাবরই এই ধরনের ব্যবস্থা নেন, শুধু রাজনীতি নয় রাজনীতির পাশাপাশি এই ধরনের যে সামাজিক কাজ তিনি করেন। তার জন্য সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।