এই মুহূর্তে জেলা

৪০তম রাজ্য বার্ষিক জিমন্যাস্টিকে সোনা পেলো সিঙ্গুরের হিরণ।

হুগলি, ৭ মার্চ:- হুগলির সিঙ্গুরের নান্দা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র হিরন কোলে এই বছর ৪০ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাষ্টিক্স এ সোনা অর্জন করল। শালবনী তে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এইবছর সোনা অর্জন করে। এর আগেও ২০২৪ সালে বহরমপুরে ৩৯ তম রাজ্য প্রতিযোগীতায় সোনা অর্জন করেছিল হিরন। পুরস্কার নিয়ে আজ স্কুলে আসতেই ছাত্র কে ঘিরে আনন্দে মেতে ওঠে স্কুলের সহপাঠী থেকে শিক্ষক শিক্ষিরা।

সহপাঠীদের অনুরোধে হিরন স্কুল প্রাঙ্গনে ট্রিপল জাম্প করে দেখায়। হিরনের এই সাফল্যে স্কুলে মিড ডে মিলে ভাতের সাথে চিকেন ও ট্যামেটোর চাটনী খাওয়ানো হচ্ছে। হিরনের স্বপ্ন বড় হয়ে খেলার পাশাপাশি ইঞ্জিনিয়ার হতে চায়। ওর সাফল্যে শিক্ষকরা খুশি। আগামীদিনে তার আরো সাফল্য কামনা করে। হিরনের বাবা পুলিশের হোমগার্ড এর কাজ করে। আর্থিক অনটনের সংসার। মায়ের দাবি, ছেলের খেলার জন্য সরকারী সাহায্যের প্রয়োজন হলে আরো ভালো হয়।