হুগলি, ৬ মার্চ:- রাস্তা পরিদর্শনে গিয়ে জলা জমি ভরাট দেখে চক্ষু চড়ক গাছ বিধায়কের। চুঁচুড়ার কোদালীর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোদালিয়া পশ্চিমপাড়া এলাকায় এলাকার বাসিন্দাদের অভিযোগ পেয়ে এদিন রাস্তাঘাট পরিদর্শনে যান বিধায়ক। সেখানে গিয়েই হঠাৎ লক্ষ্য করেন, একটি জলা জমি বোঝানোর কাজ চলছে। যা দেখেই বিধায়কের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বিফল এলাকা জুড়ে ওই জলা জমি বুঝিয়ে প্লটিংয়ের কাজ চলছিল বলেই দাবি বিধায়কের। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান দেবাশীষ চক্রবর্তীর সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। তারাও এই ঘটনা জানতেন না বলেই দাবি করেন।
যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় মাসখানেকের বেশি সময় ধরে এই জলা জমি বোঝানোর কাজ চলছে। যদিও পঞ্চায়েত কে না জানানো প্রসঙ্গে তাদের বক্তব্য আমরা সাধারণ মানুষ তাই কোন রকম ঝামেলায় জড়াতে চাইনি। এ প্রসঙ্গে বিধায়ক বলেন এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে এ বিষয়ে বি এল আর ওর সাথে যোগাযোগ করব।