হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- হাওড়া গ্রামীণ এলাকা থেকে উদ্ধার হলো প্রায় কোটি টাকার গাঁজা। উদ্ধার হওয়া প্রায় ৭১১ কেজি গাঁজার বাজার মূল্য এক কোটি টাকারও বেশী বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে বাউড়িয়া থানা এলাকার চককাশী এলাকার বাসিন্দা মাজেদ আলির বাড়িতে হানা দেয় নারকোটিক বিভাগ। সঙ্গে ছিল উলুবেড়িয়া মহকুমা পুলিশ প্রশাসন।মাজেদের বাড়ির ভিতরে গোপন সুত্রে খবর পেয়ে হানা দেয় এই টিম। তাঁর বাড়িতে থাকা আন্ডারগ্রাউন্ডে বস্তাবন্দী প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পরে তাঁকে জেরা করে বাগনানের পিপুল্যান সহ কয়েকটি জায়গায় হানা দেয় নারকোটিক ও পুলিশ। এখানেও এক যুবককে গ্রেফতার করা হয়।সুত্রের খবর মাজেদের হাত ধরে হাওড়া সহ কয়েকটি জেলায় গাঁজা পাচার হত।
