হুগলি, ১২ ফেব্রুয়ারি:- চার শতাংশ ডিএ বৃদ্ধি, কেন্দ্রের সঙ্গে এখনো কত তফাত।পে কমিশন ঘোষনার দরকার সেখানে ডিএ দিচ্ছে তাও চার শতাংশ। বিজেপি ক্ষমতায় এলে চার শতাংশর ভিক্ষা নয়। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। ঘাটাল মাস্টার প্লান শেষ হবে দু বছরে, গত বারো বছর পারেনি কেন। মিথ্যা কথা বলছে। ভাওতা দিচ্ছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মিদের মোবাইল কিনতে দুশো কোটি টাকা, এটা কেন্দ্রের টাকা। মুখ্যমন্ত্রীর টাকা নয়। আমরা মামলা করব ভাবছিলাম। বাজেটে ঘোষণা করে মামলার হাত থেকে বাঁচলো। ভারতবর্ষের সব রাজ্যের অঙ্গনারী কর্মীরা আগে থেকে মোবাইল ব্যবহার করে।
এটা এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা। বাংলার বাড়িতে বরাদ্দ বৃদ্ধি, এটা দলীয় কর্মী হার্মাদদেরকে বাড়ি পাইয়ে দেওয়া হবে।এরপর মোদিজির কাছে গিয়ে বলবে আমাকে বাড়ির টাকা দেওয়া হোক আর নাম পাল্টে বাংলার বাড়ি বলে চালাবে ওই টাকা দিয়ে। এই ভাওতার এবং নির্বাচনকে সামনে রেখে মিথ্যা কথা ফুলঝুরি। বাজেট কেমন হয় কেন্দ্রীয় বাজেটটা দেখুন। শিল্পের কথা কোথায়। বেকার ছেলেরা চাকরি পাওয়ার রাস্তা কোথায়। সরকারি চাকরি না পেলে প্রাইভেট জায়গায় যে কাজ করবে তার রাস্তা কোথায়। শিল্পই নেই।