হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- মহাকুম্ভে যাওয়ার পথে বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হাওড়ার এক যুবকের। গুরুতর আহত আরো এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বেলগাছিয়ার স্বামীজিনগর এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার হাওড়ার বেলগাছিয়ার যুবক বুবাই মাইতি (২৫) তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাইকে চেপে প্রয়াগরাজের মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে স্নান করতে বের হন। মঙ্গলবার ভোররাতে বিহারের ঔরঙ্গাবাদে ১৯ নম্বর জাতীয় সড়কে বুবাইয়ের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। বুবাই বাইক চালানোর কারণে তিনি গুরুতর আহত হন। সেখানে দুজনেই দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন।
পরে স্থানীয় থানার পুলিশ খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুবাইকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরো একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিহারের হাসপাতালে পোস্ট মর্টেমের পর দেহ ছেড়ে দেওয়া হয়। বুধবার ওই পূর্ণর্থীর দেহ বাড়িতে নিয়ে আসা হলে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইকের গতি অত্যধিক বেশি থাকায় এই দুর্ঘটনা। পরিবার সূত্রে খবর বুবাই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অস্থায়ী কর্মী ছিলেন। বাড়িতে স্ত্রী ছাড়াও মা এবং বাবা আছেন।