হুগলি, ১০ ফেব্রুয়ারি:- চন্ডীতলা গরলগাছা গার্লস হাইস্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরিক্ষকদের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য।
জানা গেছে কুমিরমোরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুনী। পরীক্ষার্থী ভূয়ো জানতে পারার পরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডীতলা থানার পুলিশ। তরুনীর পরিচয় কি? কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল খতিয়ে দেখছে প্রশাসন।