হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- আচমকাই বন্ধ করে দেওয়া হল ইএসআই এবং পিএফ এর সুবিধা। প্রতিবাদে ধর্মঘটের পথে ১৭০ জন সাফাই কর্মী। এই ছবি হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত বেলুড়ের চাঁদমারি ভাগাড়ে। দীর্ঘ বছর ধরে এই ১৭০ জন সাফাই কর্মী এখানে কাজ করে আসছেন। নিয়মিত তাদের বেতন ও নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে আসতো টাইমটেক ও পি এস রাও কনস্ট্রাকশন। এই দুই সংস্থা যৌথভাবে কাজ করে আসছিল এই ১৭০ জন শ্রমিকদের নিয়ে। গত পয়লা ফেব্রুয়ারি আচমকা পি এস রাও কনস্ট্রাকশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়।
তাতে কর্মরত শ্রমিকদের উদ্দেশ্যে বলা হয়, আপনারা আর আমাদের আওতাধীন নন। আপনারা বালি পৌরসভার হয়ে কাজ করবেন। শ্রমিকরা তাতে রাজিও হন। কিন্তু, বালি পৌরসভার তরফে বলা হয় আপনারা আর কোনও ইএসআই এবং পিএফ পাবেন না। পরিবর্তে, রাজ্য সরকারি প্রকল্পের নির্মল বাংলার আওতায় পড়বেন। তার জন্য দুটি বই করতে হবে। প্রতিটি বইয়ের জন্য দিতে হবে ২০২ টাকা করে। এই ঘটনার প্রতিবাদে ধর্মঘটের পথে নেমেছেন ১৭০ জন শ্রমিক। তাদের দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।