হাওড়া, ২০ জানুয়ারি:- সোমবার মুর্শিদাবাদ সফরে রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে শৈলেন মান্না সরণী নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসককে ডেকে এবং নগরপালের সামনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বলেন এক মাসের বেশি হয়ে গেছে প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নার নামে শৈলেন মান্না সরণী করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ওনার নামাঙ্কিত কোনও বোর্ড লাগানো হয়নি রাস্তায়। রাস্তার দু’ধারে আবর্জনা পড়ে। কিছুই কাজ হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করার নির্দেশ দিয়ে যান মুখ্যমন্ত্রী।