এই মুহূর্তে জেলা

পেনশন ও বকেয়া বর্ধিত অর্থের দাবিতে পৌরপ্রধানের ঘরের সামনে আন্দোলনে অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

হুগলি, ২০ জানুয়ারি:- হুগলী-চুঁচুড়া পৌরসভায় এই আন্দোলন নতুন নয়। কখনো অস্থায়ী কর্মচারীদের আন্দোলন আবার কখনো পেনশন প্রাপকদের আন্দোলন। মাঝেমধ্যেই আন্দোলনের জেরে পৌর পরিষেবা ব্যাহত হয়। এই পৌরসভার চার শতাধিকের বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন পান। এছাড়াও দুই জন অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পেমেন্ট অর্ডার না আসার কারণে তারাও পেনশন পাচ্ছেন না। পেনশন প্রাপকরা তারা ডিসেম্বর মাসের পেনশন এখনো পর্যন্ত পাননি এছাড়াও ১৪ মাসের বকেয়া টাকাও তারা পায়নি।

যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন ওই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এই নিয়েই আন্দোলনে সরব হয়েছে পৌর পেনশনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৌর প্রধানকে বারংবার স্মারকলিপি দেওয়া হলেও কোন সদ উত্তর না মেলায় অবশেষে আজ অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের পেনশন ও বকেয়া টাকার দাবিতে পৌর প্রধানের ঘরের সামনে আন্দোলন শুরু করেছে। তাদের দাবি অবিলম্বে ডিসেম্বর মাসের পেনশন ও বকেয়া টাকা। পাশাপাশি মাসের ১০ তারিখের মধ্যে পেনশনের টাকা দিতে হবে। এছাড়াও যে সমস্ত কর্মচারীর এখনো পর্যন্ত পেনশন পেমেন্ট অর্ডার আসেনি তাদের অর্ডার দ্রুত আনাতে হবে।