হাওড়া, ৪ জানুয়ারি:- দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ির গতি নিয়ে কথা কাটাকাটি ও তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন অভিজিৎ গাঙ্গুলি ও বাবুল সুপ্রিয়। বিজেপি সাংসদ ও তৃণমূলের মন্ত্রীর বাকবিতন্ডায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, শুক্রবার রাতের এই ঘটনায় দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ি থামিয়েই বচসায় জড়িয়ে পড়েন দুজনেই।
মন্ত্রী বাবুল সুপ্রিয়র অভিযোগ তাঁকে লক্ষ্য করে ‘কটূ’ কথা বলেন বিজেপি সাংসদ। ঘটনার প্রতিবাদ করে বাবুল সুপ্রিয় তাঁকে ক্ষমা চাইতে বলেন। যদিও অভিযোগ অস্বীকার করেন সাংসদ। এই নিয়েই দু’পক্ষের অশান্তি চরম আকার নেয়। কলকাতা পুলিশও ছুটে আসে ঘটনাস্থলে। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে সাময়িক যানজট ছড়িয়ে পড়ে দ্বিতীয় হুগলি সেতুতে।