হাওড়া, ২ জানুয়ারি:- মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জিআরপি ও এসটিএফ মুন্না শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ১৭৯/১৮০ ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতের কাছ থেকে ৮৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি ক্যারিয়ারের কাজ করত। এই টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল বা কার কাছে পৌঁছানো হচ্ছিল তা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। তবে এই জাল পাচার চক্রের সঙ্গে কারা কারা বা কাদের যোগ রয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের কাছে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে।