হুগলি, ৩১ ডিসেম্বর:- সিঙ্গুর আন্দোলন লোকাল কে তুলে নেওয়ার প্রতিবাদে আজ সিঙ্গুর ১নম্বর প্ল্যাটফর্মে অবস্থান-বিক্ষোভে সামিল হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না সহ তৃনমূল নেতৃত্ব ও রেল যাত্রীরা। সিঙ্গুর আন্দোলন লোকালের যাত্রাপথ দীর্ঘ করে তারকেশ্বর পর্যন্ত করে দেওয়ার প্রতিবাদ। সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে, সিঙ্গুরের রেল যাত্রীদের জন্য ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকাল চালু করেছিলেন। আগামীকাল থেকে আর থাকছে না সিঙ্গুর আন্দোলন লোকাল। তাই আন্দোলনে নামার ডাক বেচারাম মান্নার। সিঙ্গুর বিধায়ক জানান, পূর্ব রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে তারকেশ্বর পর্যন্ত।
তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর বাসীর জন্য সিঙ্গুর আন্দোলন লোকাল দিয়েছিলেন। সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২ টি গ্রামের মানুষ যাতায়াত করে। সিঙ্গুর লোকাল থাকায় স্বাচ্ছন্দের সঙ্গে রেলে যাতায়াত করতে পারতেন। পূর্ব রেল চক্রান্ত করে এই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে। আগামীকাল সকালে সবাইকে সিঙ্গুর স্টেশনে হাজির হওয়ার জন্য ডাক দেন মন্ত্রী বেচারাম মান্না। আজ বিকালে এর প্রতিবাদে মিছিল হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যাত্রীদের চাহিদা আছে সেই অনুযায়ী দুটি সিঙ্গুর লোকালের একটি তারকেশ্বর থেকে একটি হরিপাল থেকে চলবে।তাতে সিঙ্গুরের যাত্রীদেরও সুবিধা হবে।ট্রেন তুলে নেওয়া হয়নি।